সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাউফলে মানববন্ধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩
পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের উদ্যোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জুন) বেলা ১১ টার দিকে বাউফল প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সাংবাদিক গোলাম রাবানী নাদিম হত্যার নির্দেশদাতা বকশীগঞ্জ বাজারের পাটহাটি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাউফল প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত কর্মকার, প্রতিদিনের সংবাদের মো. দেলোয়ার হোসেন, প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, নয়াদিগন্তের আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবশ্যই ফাঁসি দিতে হবে, যাতে আর কোনো সাংবাদিককে সন্ত্রাসীর হাতে খুন হতে না হয়।
বক্তারা আরও বলেন, যেভাবে সাংবাদিকদের টার্গেট করে হামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হচ্ছে তাতে মত প্রকাশের স্বাধীনতা দিন দিন হুমকির মুখে পড়ছে। সাংবাদিকদের জন্য সাংবাদিক সুরক্ষা আইন করা এখন সময়ের দাবি।
জেবি/ আরএইচ/