বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৭ পিএম, ১৯শে জুন ২০২৩

ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট - এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে মধুখালী উপজেলার সরকারি আইনুদ্দিন কলেজ দল চরভদ্রাসন সরকারী কলেজ দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির।
এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রতিযোগিতায় ফাইনালের সেরা খেলোয়ার নির্বাচিত হন মধুখালির মুন্না, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন চরভদ্রাসনের জাবেদ, এবং সেরা খেলোয়ার নির্বাচিত হন মধুখালীর রমিম।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, মিনার বিশ্বাস, সাইফুল ইসলাম আবুল কাশেম ভোলা।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
