Logo

রাজশাহী সিটিতে ভোট কাল

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ২১:০৮
54Shares
রাজশাহী সিটিতে ভোট কাল
ছবি: সংগৃহীত

ইভিএমে ভোট সুষ্ঠু হবে না আশঙ্কা করে ইতোমধ্যে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন কেন্দ্রে

বিজ্ঞাপন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সোমবার মধ্যরাতে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময় শেষ হয়।

শেষদিনে প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে শহরে মিছিল করেছেন। বিশেষ করে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা মিছিল করে নিজের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (২১ জুন) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইভিএম নিয়ে আপত্তি রয়েছে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপনের। ইভিএমে ভোট সুষ্ঠু হবে না আশঙ্কা করে ইতোমধ্যে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন কেন্দ্রে। তবে কেন্দ্র থেকে সোমবার পর্যন্ত তাকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে, বিকেলে মিছিল বের করে নৌকার পক্ষে জনজোয়ার দেখাতে চেয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বিকেলে নগরীর জয়বাংলা চত্ত্বর থেকে মিছিলটি বের হয়। আরেক মেয়রপ্রার্থী জাকের পার্টির লতিফ আনোয়ার এদিন বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর জিন্নানগর থেকে আমচত্ত্বর পর্যন্ত এলাকায় গণসংযোগ করেন। 

বিজ্ঞাপন

এখন সিটি নির্বাচনে এবার মেয়র পদে তিনজন প্রার্থী ছাড়াও ১১২ জন কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী রয়েছেন। নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

বিজ্ঞাপন

গত ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছিল। এবার ১৫৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ১৫৩টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে তিনটি অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোটকক্ষের সংখ্যা ১৬২টি। 

বিজ্ঞাপন

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান জানান, ভোটকেন্দ্র এবং শহরের নিরাপত্তায় নগরজুড়ে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান জানান, ভোটের দিন ১২ প্লাটুন বিজিবি মাঠে থাকবে।

বিজ্ঞাপন

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত মেয়র পদের প্রার্থীদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রচার চলাকালে টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সার্বিক মূল্যায়নে ভোটের পরিবেশ খুব শান্তিপূর্ণ। এভাবেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD