চাঁপাইনবাবগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩


চাঁপাইনবাবগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক
ছবি: জনবাণী

‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ২য় পর্যায় উপলক্ষে তথ্যআপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আয়োজনে জাতীয় মহিলা ও শিশু বিষয়ক সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা হল রুমে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার রওশন আলীর। 


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা


অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, সদর উপজেলা  সমাজসেবা অফিসার নাসির উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা আসিয়া খাতুন, তথ্য সেবার সহকারী কর্মকর্তা, জোবায়দা সিদ্দিকী, মাহমুদা আফরোজসহ বিভিন্ন এলাকার মহিলারা উপস্থিত ছিলেন। 


অতিথিরা বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে বলে এসব কথা বলেন।


জেবি/ আরএইচ/