পঞ্চগড়ে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩
বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক পঞ্চগড় শাখার উদ্যোগে বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০জুন) সকালে গ্রামীণ পঞ্চগড় শাখার প্রায় ৫০ জন সদস্যের মাঝে এই বৃক্ষের চারা বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক জানায়, পঞ্চগড় শাখার আওতায় প্রায় ছয় হাজার বৃক্ষের চারা বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছেন।
এছাড়াও একই দিন গ্রামীণ ব্যাংক পঞ্চগড় এরিয়া অফিসের সকল শাখায় এই বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁয়ের জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান।
আরও পড়ুন: ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের গাছ পেয়ে খুশি সদস্যরা
বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক পঞ্চগড় এরিয়া ম্যানেজার মো. ওসমান গনি, গ্রামীণ ব্যাংক পঞ্চগড় শাখার ম্যানেজার মো. ফয়সাল আলম. বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো. মোজিরুল ইসলাম ওসোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুল হকসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষের চারার মধ্যে রয়েছে সুপারী গাছ, মেহগনিসহ নানা প্রজাতির গাছ। অতিথিরা সদস্যদের হাতে এই চারাগাছ তুলে দেন।
জেবি/ আরএইচ/