টঙ্গীতে বেতন-ভাতার দাবিতে পুলিশ শ্রমিক সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৮ পিএম, ২১শে জুন ২০২৩

বেতন ভাতার দাবিতে টঙ্গীর প্রিন্স জ্যাকের্ড সোয়েটার লিমিটেড নামক একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ জুন) সকালে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ।
আরও পড়ুন: শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি বাগানবাড়ি এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বের হলে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছাত্র ভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ওসমান গণি জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
