ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৬০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩


ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৬০
ফাইল ছবি

দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন।  এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৮ জন মারা গেলেন।


বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৯২ জন ঢাকার বাইরের।


আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে বেশি মৃত্যু


চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০৩ জন।


আরও পড়ুন: চলতি বছরে ডেঙ্গুরোগী বাড়তে পারে, শঙ্কা স্বাস্থ্য অধিদফতরের


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গেল বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।


জেবি/এসবি