ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৬৯ জন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩


ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৬৯ জন
ফাইল ছবি

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 


বৃহস্পতিবার (২২ জুন)  স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ২৭৮ জন এবং ঢাকার বাইরের ৯১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে বেশি মৃত্যু


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ২৯৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৮৯৭ জন। মারা গেছেন ৩৯ জন। 


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।


জেবি/এসবি