এক হাজার ৬৯ দিন পর কারামুক্ত হলেন ডা. সাবরিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩
প্রায় ৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রতারণার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন।
জালিয়াতির অভিযোগে তিনি গ্রেফতার হন ২০২০ সালের ১২ জুলাই। আর কাশিমপুর মহিলা কারাগার থেকে গত ১৬ জুন বিকাল ৫টার দিকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জুন) কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
আরও পড়ুন: হাইকোর্টে ডা. সাবরিনার জামিন, মুক্তিতে বাধা নেই
এর আগে ৫ জুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদুল হক।
সবশেষ জামিন পাওয়ার দিন মাসুদুল হক জানিয়েছিলেন, এ মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেছেন। বাকি মামলাগুলোতেও তিনি জামিনে আছেন।
জেবি/ আরেএইচ/