ভারত ভাগ হয়ে যেতে পারে: বারাক ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা সিএনএনকে জানিয়েছেন, যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতিদের মানবাধিকার রক্ষা না করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে।
পাশাপাশি ওবামা আরও বলেন, বাইডেন প্রশাসনের উচিত ভারত সরকারের সঙ্গে সংখ্যালঘুদের অধিকারের ইস্যু নিয়ে আলোচনা করা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র পঙ্গু হয়ে গেছে: বারাক ওবামা
ওবামা বলেন, মোদির সঙ্গে বৈঠকে বাইডেন উচিৎ ভারতের মুসলিম সংখ্যালঘুদের অবস্থানের বিষয়টি উত্থাপন করা। আমি মোদিকে চিনি। আমি যদি এই পরিস্থিতিতে তার সঙ্গে দেখা করতাম তাহলে আমি তাকে বলতাম, ‘আপনি যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করেন, তাহলে ভারতের টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।’
এদিকে, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আলোচনা করার জন্য নিজ দলের ভেতরে ও বাইরে চাপের মুখে আছেন বাইডেন।
জানা গেছে, বাইডেনের দলের ৭৫ জন সিনেটর এবং হাউস রিপ্রেজেন্টেটিভ তার কাছে আবেদন করেছেন যাতে মোদির সঙ্গে আলোচনার সময় ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি উত্থাপন করা হয়।
জেবি/ আরএইচ/