দর্শনা সীমান্তে ১১টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩


দর্শনা সীমান্তে ১১টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
ছবি: জনবাণী

দর্শনা সীমান্তে চোরাচলান বিরোধী অভিযান চালিয়ে ৭০ লাখ টাকা মূল্যের ১১ স্বর্ণের বার উদ্ধারসহ একজনকে আটক করেছে ৬ বিজিবি। তরিকুল আলম (৩০) আটক দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলির ছেলে।


শনিবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে দর্শনা সুলতানপুর বিজিবি টহলদল স্থানীয় সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। 


বিজিবি জানায়, ৬ বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টার দিকে বিজিবি ঝাঝাডাঙা গ্রামের রাস্তায় টহল দেয়। এ সময় বিজিবি দেখে একজন ব্যক্তি পার্শ্ব রাস্তা দিয়ে সীমান্তের দিকে দৌড় পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১১টি স্বর্ণেরবার ও একটি মোবাইলসহ তাকে আটক করে।


আরও পড়ুন: দর্শনায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি তানভীর গ্রেফতার


বিজিবির টহল কমান্ডার রবিউল ইসলাম জানান, আটক স্বর্ণ বারের বাজার মুল্য প্রায় ৭০ লাখ টাকা।


চুয়াডাঙা বিজিবির -৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি জানান, মামলা পূর্বক আটক আসামিকে দর্শনা থানায় ও উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। 


জেবি/এসবি