পদ্মা সেতু উত্তর থানার সামনে গাড়িচাপায় পুলিশসহ ২ জনের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮ পিএম, ২৫শে জুন ২০২৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে মাইক্রোবাসের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ অজ্ঞাত পরিচয় এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
রবিবার (২৫ জুন) পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মোতালেব। তিনি পদ্মা সেতু উত্তর থানায় অধীনে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন।
আরও পড়ুন: মাঝরাতে পদ্মা সেতুতে উঠে অটোরিকশা চালকের ঝাঁপ, খুঁজছে নৌপুলিশ
নিহত পথচারী ওই নারীর নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
একদিনের ব্যবধানে এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা ঘটল।ৎ
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
