রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নির্বিঘ্নে পার হচ্ছে পশুবাহী ট্রাক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নির্বিঘ্নে পার হচ্ছে পশুবাহী ট্রাক
দৌলতদিয়া ঘাটে পার হচ্ছে পশুবাহী ট্রাক। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আর মাত্র ৪ দিন বাকি। শেষ মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটে গরু নিয়ে ছুটছেন ব্যবসায়ায়ী ও খামারিরা। এসব পশুবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে বলে জানা গেছে।


দৌলতদিয়া ঘাটে পশু পারাপারে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ। ঘাটে কোনো পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছে পুলিশ।


পশুবাহী একাধিক ট্রাক চালক জানান, ঘাটে নিজেরা সরকারি নির্ধারিত মূল্যে ফেরি পারাপারের টিকিট কাটছি। যানজট মুক্তভাবে নিরাপদে ফেরিতে উঠতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।


আরও পড়ুন: জমে উঠেছে গাবতলী পশুর হাট, শুরু হয়েছে বেচাকেনা


বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাহউদ্দিন জানান, পদ্মা সেতু চালু হবার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানজট নেই। তাই বর্তমানে পশুবাহী ট্রাকগুলো কোনো ঝামেলা ছাড়াই ফেরি পার হতে পারছে। ফেরির টিকিট বুকিং কাউন্টার থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নেই।


রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, পশুবাহী ট্রাক যাতে নির্বিঘ্নে ফেরি পারাপার হতে পারে সে জন্য মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।


জেবি/ আরএইচ/