জমে উঠেছে গাবতলী পশুর হাট, শুরু হয়েছে বেচাকেনা

বেচাকেনাও ধীরে ধীরে বাড়ছে ঈদ যত এগিয়ে আসবে, বেচাকানাও তত বাড়বে
বিজ্ঞাপন
আর মাত্র তিনদিন পর উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে জমতে শুরু করেছে রাজধানীর সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট গাবতলী।
রবিবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে রাজধানীর গাবতলী পশুর হাটে গিয়ে এ চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
হাটের স্থায়ী ও অস্থায়ী দুই অংশই কোরবানির পশুতে ভরে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় গবাদি পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। এখনো ট্রাকে ট্রাকে ঢুকছে গরু-ছাগল।
বিজ্ঞাপন
তবে এখনো বেশিরভাগ ক্রেতা বাজার যাচাই করতে আসছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।
পশুর হাটের ব্যবস্থাপক আবুল হাসেম জানান, শুক্রবার (২৩ জুন) রাত থেকে হাট জমে উঠতে শুরু করেছে। বেচাকেনাও ধীরে ধীরে বাড়ছে। ঈদ যত এগিয়ে আসবে, বেচাকানাও তত বাড়বে।
বিজ্ঞাপন
তিনি জানান, এখন পর্যন্ত ৭ হাজার পশু এসেছে। আরও পশু আসছে। আশা করছি এবার ২০-২৫ হাজার পশু বিক্রি হবে।
বিজ্ঞাপন
হাট ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, হাটে বেচাকেনা শুরু হলেও পুরোপুরি জমতে আরও দুই দিন সময় লাগবে। হাটে বড় এবং মাঝারি গরু বেশি এসেছে। সেগুলোই এখন বিক্রি হচ্ছে। ছোট গরু এখনো তেমন আসেনি।
বিজ্ঞাপন
গাবতলী হাটের সুখ চান বেপারী জানান, মাঝারি ও বড় আকারের ৬০ টি গরু এনেছি। এর মধ্যে ১৫টি বিক্রি হয়ে গেছে। সবগুলোই বড় সাইজের। হাটে মানুষ অনেকে এলেও বেশিরভাগ দেখতে এসেছে। গরুর দাম শুনলেও নিজেরা বলছে না।
বিজ্ঞাপন
মানিকগঞ্জের মঞ্জু বেপারী বলেন, ৬৮ টি গরু আনছি গতকাল। আজকেই ৬টি বিক্রি হয়েছে। এবার গরুর দাম বেশি, তাই এখনো বেচাকেনা এখনো পুরোপুরি জমেনি। মানুষ ভাবছে শেষেরদিকে দাম কমবে।
হাটে আসা ধানমন্ডির ক্রেতা ইমরান জানান, হাট মোটামুটি জমে উঠেছে। তাই আজকে চলে এলাম গরু কিনতে। পছন্দ হলে আজকেই কিনে নিয়ে যাবো। তবে এবার গরুর দাম বেশি। গরু প্রতি প্রায় ২০-৩০ হাজার বেশি।
বিজ্ঞাপন
আরেক ক্রেতা সাইদুল ইসলাম জানান, প্রতিটি গরুই গতবারের চেয়ে অনেক বেশি দাম চাচ্ছে বেপারীরা। হাটে এসেছি যদি দামে বনে তাহলে গরু কিনে ফেলব। এবার গরুর দাম বেশি। শেষের দিকে কমতে পারে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








