Logo

গরু কিনতে গিয়ে বিপাকে কম বাজেটের ক্রেতারা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৩, ২১:০৬
32Shares
গরু কিনতে গিয়ে বিপাকে কম বাজেটের ক্রেতারা
ছবি: সংগৃহীত

গত বছর যে গরু তারা ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন, সেটি এবার লাখ টাকায় বিক্রি না করতে পারলে লোকসান হবে

বিজ্ঞাপন

আর মাত্র তিনদিন পরেই ঈদুল আজহা। ইতমধ্যে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশুতে কানায় কানায় পরিপূর্ণ। এদিকে হাটে আসা ক্রেতারা বাজেটের সাথে গরুর দাম মেলাতে না পারায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। 

রাজধানীর রহমতগঞ্জ হাটে আশা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি চড়া। যে গরু গতবার কিনেছেন দেড় লাখ টাকায়, এবার সেটি দুই লাখ হাঁকানো হচ্ছে। 

বিজ্ঞাপন

রাজশাহী থেকে থেকে ৪০টি ছোট গরু নিয়ে এসেছেন সাইফুল বারী। তিনি জানান, প্রতিটি গরুর দাম হাঁকাচ্ছেন ৮০-৯০ হাজার। দামে মিললে দিয়ে দেবেন। তাদের ভাষ্য, গত বছর যে গরু তারা ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন, সেটি এবার লাখ টাকায় বিক্রি না করতে পারলে লোকসান হবে। 

বিজ্ঞাপন

কুষ্টিয়া থেকে ১৭টি গরু নিয়ে এসেছেন রাহাত জান। তিনি জানান, তার প্রতিটি গরুর দাম দেড় লাখ টাকার ওপরে। কিন্তু ক্রেতারা হাঁকাচ্ছেন মাত্র ১ লাখ ১০ হাজার। ৪০-৫০ টাকার ফারাক। বেপারীদের ভাষ্য, এবার সব জিনিসের সাথে ট্রাকভাড়াও বেশি। ফলে হাট পর্যন্ত গরু আনতে অনেক টাকা খরচ হচ্ছে। সবকিছু ধরেই তারা দাম বলছেন।

বিজ্ঞাপন

হাট ঘুরে দেখা গেছে, ছোট গরুর সংখ্যা একেবারেই কম। বেশিরভাগই বড় ও মাঝারি। মাঝারি গরুর দাম হাঁকানো হচ্ছে লাখ টাকার ওপরে।

বিজ্ঞাপন

বেপারীদের সাথে কথা বলে জানা গেছে, বেশিরভাগ ক্রেতা কম দামের গরু খুঁজছেন এবার।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD