মিনায় পৌঁছেছেন হজ যাত্রীরা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৩


মিনায় পৌঁছেছেন হজ যাত্রীরা
ছবি: রয়টার্স

সৌদি আরবে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় সম্মিলন পবিত্র হজ শুরু হয়েছে। রবিবার হজযাত্রীদের মিনা যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সারা বিশ্ব থেকে আসা হজযাত্রীরা পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে গতকাল বাদ আছর মক্কা থেকে মিনার অভিমুখে যাত্রা শুরু করেন।


রবিবার (২৫ জুন) মক্কায় জোহরের নামাজ পড়ে কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে চড়ে মিনার উদ্দেশে যাত্রা করেন।


সোমবার (২৬ জুন) সারা দিন ও সারা রাত মিনায় অবস্থান করবেন হজযাত্রীরা। সেখানে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন তারা।


হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও মক্কায় পাঁচদিন অবস্থান করবেন।


আরও পড়ুন: হজের আনুষ্ঠানিকতা শুরু


এ বছর রেকর্ড সংখ্যক ২৫ লাখ মুসল্লি পবিত্র হজ পালনে সৌদি আরবে জড়ো হয়েছেন।


সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘এ বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজযাত্রার সাক্ষী হবো।’


রবিবার মিনায় অবস্থান নেয়ার আগে ওইদিন বিকালে মুসল্লিরা মক্কায় কাবাঘর তাওয়াফ করেন।


সোমবার সারা দিন ও মিনায় অবস্থানের পর মঙ্গলবার যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান।


জেবি/ আরএইচ/