সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি ২ দিন। এরইমধ্যে প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
রবিবার (২৫ জুন) গভীর রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জের যানজট আতঙ্কে থাকা ৪৫ কিলোমিটার মহাসড়ক। কোথাও কোনো ধীরগতি বা যানজট নেই।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট রনি পোদ্দার জানান, মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়ছে তবে কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই। যে তুলনায় যানবাহনের চাপ বাড়ার কথা এখনো সে তুলনায় বাড়েনি।
আরও পড়ুন: ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জানান, রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। আজ স্বাভাবিকের চেয়ে কিছু গাড়ি বেশি চলাচল করছে। তবে কোথাও কোনো ধীরগতি বা যানজটের মতো অবস্থা তৈরি হয়নি।
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক জানান, মহাসড়কে যানবাহন ধীরে ধীরে বাড়ছে। তবে মহাসড়কে চাপ থাকলেও কোনো যানজট বা ধীরগতি নেই। আশা করছি উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে।
জেবি/ আরএইচ