২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩


২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১০
ফাইল ছবি

একদিনে (২৪ ঘণ্টায়)  নতুন করে করোনাভাইরাসে  শনাক্ত হয়েছে ১১০ জন। এ  নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জনে। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬১ জনই থাকছে।


সোমবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ২৪৮ জন। ২৪ ঘণ্টায় ১,৬৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১,৬৭৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।


আরও পড়ুন: ৬৬ দিন পর দেশে করোনায় ২ জনের মৃত্যু


গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন মৃত্যু বরণ করেন।


জেবি/এসবি