৬৬ দিন পর দেশে করোনায় ২ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২রা জুন ২০২৩


৬৬ দিন পর দেশে করোনায় ২ জনের মৃত্যু
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একজন পুরুষ ও একজন নারী। এদের একজন ঢাকা মহানগরীতে এবং আরেকজন গাজীপুরে মারা যান। 


এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনে।


শুক্রবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 আরও পড়ুন: করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৭


এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৫০৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ১৩৩টি।


গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।


জেবি/ আরএইচ/