Logo

প্রিসাইডিং অফিসারদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু করবে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৪
প্রিসাইডিং অফিসারদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু করবে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে।

বিজ্ঞাপন

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বুধবার (১৪ জানুয়ারি) বলেন, ২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের জন্য নির্বাচনি প্রশিক্ষণ শুরু হবে। এই কার্যক্রম ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এতে ৮ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, বর্তমানে প্রার্থিতা চূড়ান্তের কাজ চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি। এরপর রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন।

বিজ্ঞাপন

প্রার্থী প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে। প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ইসি বলেছে, নির্বাচনের প্রতিটি ধাপ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিসাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে কার্যক্রমের সুষ্ঠু তদারকি নিশ্চিত করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD