Logo

আওয়ামী লীগকে রিকনসিলিয়েশনের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৭
আওয়ামী লীগকে রিকনসিলিয়েশনের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ প্রক্রিয়া গ্রহণ করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যান।

সাক্ষাতে তারা প্রধান উপদেষ্টার গত দেড় বছরে সরকারের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তারা জানতে চেয়েছেন, বাংলাদেশে বর্ণবৈষম্য-পরবর্তী দক্ষিণ আফ্রিকার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন গ্রহণ করা সম্ভব কি না।

বিজ্ঞাপন

প্রফেসর ইউনূস জানান, প্রয়াত নেলসন ম্যান্ডেলার একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। তবে বাংলাদেশে সরকারের কাছে অভিযুক্ত পক্ষ (আওয়ামী লীগ) এখনও নিজেদের অপরাধ স্বীকার করেনি, তাই এই মুহূর্তে এমন কোনো উদ্যোগ গ্রহণের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, সময় এখনো উপযুক্ত নয়। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব, যখন কেউ স্বীকার করে যে সে ভুল করেছে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে। কিন্তু এখন পর্যন্ত কোনো অনুশোচনা নেই। বরং তারা দাবি করছে, জুলাই অভ্যুত্থানে নিহত তরুণরা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। তাদের অপরাধের বিপুল প্রমাণ থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ অস্বীকারের অবস্থানেই রয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD