Logo

চলতি বছরের শুরুতেই যেভাবে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৪
চলতি বছরের শুরুতেই যেভাবে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীরা চলতি বছরের শুরুতেই টানা চার দিনের বিশ্রামের সুযোগ পেতে পারেন। পরিকল্পনা অনুযায়ী তিন দিনের সরকারি ছুটির সঙ্গে আরও একটি দিন ছুটি ম্যানেজ করলে চার দিনের দীর্ঘ অবকাশ নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবেবরাত পালিত হওয়ার কথা রয়েছে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই ছুটির সঠিক দিন চাঁদ দেখা অনুযায়ী নির্ধারিত হবে।

যদি ৪ ফেব্রুয়ারি শবেবরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একটি অতিরিক্ত ছুটি নিলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের বিশ্রাম নিশ্চিত হবে। এর ফলে সরকারি ও অর্ধসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা দীর্ঘ তিন দিনের কর্মপর্বের পরে অবকাশ উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি ছুটি ঘোষণা করা হবে। তবে এটি চাঁদ দেখার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD