চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২৮ এএম, ২৭শে জুন ২০২৩

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছে স্ত্রী বিলকিস আক্তার হোসেন, ছেলে খন্দকার মারুফ হোসেন।
মোশাররফ হোসেনের একান্ত সহকারী শাহ আখতারুজ্জামান জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন নিউরো জটিলতায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
আরও পড়ুন: সরকার গভীর ষড়যন্ত্র করছে: ড. মোশাররফ
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তার বাবা মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন

সংসদ ভবন এলাকায় আ. লীগের মিছিল, নেতা আটক

‘জয়’ বলে দেড় মাইল পরে ‘বাংলা’ উচ্চারণ করে আ. লীগ: সালাহউদ্দিন
