‘জয়’ বলে দেড় মাইল পরে ‘বাংলা’ উচ্চারণ করে আ. লীগ: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২০ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল দূরে গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। এখন তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এক জায়গায় জয় বলে দৌড়ে গিয়ে দেড় মাইল দূরে বাংলা বলতে হয়।
আরও পড়ুন: ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন কাল, পরিদর্শনে মির্জা ফখরুল
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে টিকে থাকতে না পারে, আগামীর নেতৃত্ব সেই রাজনৈতিক ধারাই দেবে। দেশের স্থিতিশীলতা আনতে নির্বাচন অপরিহার্য। নির্বাচনের মাধ্যমে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগে বা তারও আগে জাতীয় নির্বাচন হতে পারে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন ঘিরে দেশে ইতোমধ্যে আমেজ তৈরি হয়েছে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, দেশ এখন নির্বাচনের পথে।
আরও পড়ুন: বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তারেক রহমান ও মির্জা ফখরুল
সালাহউদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচন কার্যক্রম অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। কারণ তার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই প্রচারণার বড় অংশ এগিয়ে যাবে। তিনি বলেন, ‘‘তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক ও অবিস্মরণীয় ঘটনা।’’
জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিলে তা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই যে বিষয়ে ঐকমত্য হবে, তা সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রে সবার স্বাক্ষর থাকবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারেও এ বিষয়ে প্রতিশ্রুতি দেবে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন

সংসদ ভবন এলাকায় আ. লীগের মিছিল, নেতা আটক

৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন কাল, পরিদর্শনে মির্জা ফখরুল

বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তারেক রহমান ও মির্জা ফখরুল
