বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তারেক রহমান ও মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৭ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো শোকবার্তায় দুই শীর্ষ নেতা বলেন, বদরুদ্দীন উমর ছিলেন ব্রিটিশ ভারতের বিশিষ্ট রাজনীতিক আল্লামা আবুল হাশিমের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ডে পড়াশোনা করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। জীবদ্দশায় তিনি ছিলেন রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি।
আরও পড়ুন: আমি আ. লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী
তারা আরও উল্লেখ করেন, ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান ও সর্বশেষ স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে বদরুদ্দীন উমরের তাত্ত্বিক দিকনির্দেশনা নতুন প্রজন্মকে দিয়েছে মুক্তির অনুপ্রেরণা। তার মৃত্যু জাতীয় রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
শোকবার্তায় বলা হয়, কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী থেকেও তিনি নির্বাচনের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। এটি তার গণতন্ত্র ও জনগণের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।
আরও পড়ুন: মাদকের ব্যবসা বন্ধ করুন না হলে পঞ্চগড় ছেড়ে চলে যান: সারজিস আলম
শোকবার্তার শেষে নেতারা মরহুম বদরুদ্দীন উমরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এএস