আমি আ. লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না।
তিনি জানান, প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ থেকে বের হয়ে নিজেই দল গঠন করেছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক নেই, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের জনগণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় থাকবে।
আরও পড়ুন: মাদকের ব্যবসা বন্ধ করুন না হলে পঞ্চগড় ছেড়ে চলে যান: সারজিস আলম
রবিবার দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী আরও বলেন, “ধানমন্ডি ৩২–এর মতো আমার বাসা ভাঙলে যদি দেশে শান্তি আসে, আমি সেই ভাঙচুরের সমর্থন করি। তবে এ ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীকে দায়ী করছি না, তবে মামলা করা হবে।”
আরও পড়ুন: আন্তর্জাতিক সেল ও কৃষক উইং গঠন করল এনসিপি
তিনি জানান, বিকেলে পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে বাসাইল উপজেলায় যাবেন। সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুর চালায়। জানালার গ্লাস ও গাড়ি ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: সব সমীকরণ পাল্টে দিয়ে নির্বাচিত হবে কাদের: নাহিদ ইসলাম
এদিকে বাসাইলে একই স্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে আলাদা কর্মসূচিকে ঘিরে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগমের সই করা এ আদেশ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
টাঙ্গাইল থানার ওসি তানবীর আহাম্মেদ বলেন, কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন
