মাদকের ব্যবসা বন্ধ করুন না হলে পঞ্চগড় ছেড়ে চলে যান: সারজিস আলম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৮ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ে মাদকের রমরমা ব্যবসা শুরু হয়েছে। এসব বন্ধ করেন আর না হলে পঞ্চগড় ছেড়ে চলে যান ডিসি এসপির উদ্দেশ্য পঞ্চগড়ে সারজিস আলম।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা ডিসি এসপিকে বলেছি পুরো পঞ্চগড়ে মাদকের রমরমা ব্যবসা শুরু হয়েছে। মাদক কারবারিকে ধরে চালান দিলে সাত দিনের মধ্যে জেল খেটে বের হয়ে আসে আবার মাদকের ব্যবসা করছে। এমন আসামি ধরে কি লাভ। টাকা খাওয়া বন্দ করেন না হলে আপনাদের এ জেলায় থাকার কোনো দরকার নেই। এ জন্য আমরা স্পষ্টভাবে বলেছি মাদক বন্ধ করেন না হলে পঞ্চগড় ছেড়ে চলে যান।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা এনসিপির দলীয় কার্যালয়ের এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন সারজিস আলম।
আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক
বদরুদ্দীন উমর
আর নেই
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সময় স্কুলগুলোতে ছাত্রলীগের কমিটি দেয়ার সাহস পায় নাই অথচ এখন ছাত্রদলের কতো বড় সাহস তারা এখন স্কুল কমিটি করছে। এতে স্কুল যদি ধংস হয়ে যায় শিক্ষার মান যদি নষ্ট হয়ে যায় আপনি কাউকে দোষ দিতে পারবেন না। কারণ আপনি সেই সময়ে প্রতিবাদ করেননি বলেই আজকে আপনার মেয়েকে ইভটিজিং করবে, নেতার ভাব ধরে মাদক সেবন করবে আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। এছাড়া আপনার আর কিছুই করার থাকবে না।
তিনি আরও বলেন, আমাকে কয়েকজন বলেছে তাড়া কমিটি করছে আমরাও এনসিপির কমিটি করব। আমি বলেছি না তাড়া যা করবে আমরাও তাই করব না।
মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজকে আপনারা অভিভাবকরা স্কুলের সামনে আন্দোলন করতেন তাহলে এসব কমিটি বাতিল হয়ে যেত। দোষ আপনাদের নিজের কাদে না নিয়ে শুধু অন্যের দিকে চাপিয়ে দেয়াই আপনাদের মূল কাজ। আমি নিজেই কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারিকে ফোন করেছি তিনি আমাকে বলেছেন স্কুল কমিটি নিষেধ করা আছে। আমরা দেখছি এসব কমিটি যদি বাতিল না হয় তাহলে আমরা এনসিপি সামনের সারিতে থেকে এসব প্রতিহত করবো। প্রয়োজন কঠোর আন্দোলনে যাবো আমরা। পঞ্চগড়ে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না।
এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জেলা ও উপজেলার এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন
