শুদ্ধাচার পুরস্কার পেলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৯ পিএম, ২৭শে জুন ২০২৩

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম। গোপালগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (গোপালগঞ্জ সদর থানা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানা) পদে কর্মরত রয়েছেন তিনি।
কর্মক্ষেত্রে বাংলাদেশ পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২-২৩ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মো. খায়রুল আলম।
আরও পড়ুন: ডিপিডিসিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান
এ লক্ষ্যে সোমবার (২৬ জুন) গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
