ডিপিডিসিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৬ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩
২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
বুধবার (১০ মে) ডিপিডিসির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (এইচআর) দফতর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান পুরস্কার বিতরণ করেন।
এবারের শুদ্ধাচার চর্চায় ২০২১-২২ অর্থবছরে শ্রেষ্ঠ কর্মচারী (২য়-৭ম গ্রেড) নির্বাচিত হয়েছেন ম্যানেজার (এইচআর) ও ডিজিএম (এইচআর) এলাইছ মিয়া।
এছাড়া এস্টেট অ্যান্ড ট্রান্সপোর্ট দফতর ও শ্রেষ্ঠ কর্মচারী (৮ম - ১২ গ্রেড) নির্বাচিত হয়েছেন মো. আওলাদ হোসেন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেক), নির্বাহী প্রকৌশলী, গ্রিড সাউথ-১ দফতর এবং শ্রেষ্ঠ কর্মচারী (১৩ - ১৬ গ্রেড) হয়েছেন মো. বিপ্লব আকন, লাইনম্যান মেট, নির্বাহী প্রকৌশলী, আন্ডার গ্রাউন্ড ক্যাবল (নর্থ) দফতর।
নির্বাচিত কর্মচারীদের মধ্যে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট, একমাসের মূল বেতন এবং ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিপিডিসির সকল নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব, জেনারেল ম্যানেজারসহ (এইচআর) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।