লোকসানে থাকা ব্যাংকের কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪১ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


লোকসানে থাকা ব্যাংকের কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর । ফাইল ছবি

কোনো ব্যাংক লোকসানে গেলে কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।


শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।


আরও পড়ুন: ভরা মৌসুমেও নেই ইলিশ, অলস সময় কাটাচ্ছে কমলনগরের আড়ৎদাররা


তিনি বলেন, যদি কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে যায় এবং প্রভিশন ঘাটতি থাকে, তাহলে তারা কোনো ধরনের ডিভিডেন্ড বা বোনাস বিতরণ করতে পারবে না। এছাড়া, তিন মাসের ঋণ অনাদায়ী থাকলেই সেটিকে নন-পরফর্মিং লোন হিসেবে ধরা হবে।


গভর্নর আরও জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক বছরে অর্থ ব্যবস্থায় যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে কাজ চলছে। প্রবাসী আয়ের ক্ষেত্রে আগে যেখানে ৩০ শতাংশ পর্যন্ত হুন্ডির মাধ্যমে লিকেজ হতো, এখন তা অনেক কমেছে। ফলে রিজার্ভ বেড়েছে এবং অর্থ পাচারের প্রবণতাও হ্রাস পেয়েছে।


আরও পড়ুন: সেপ্টেম্বরের প্রথম ৩ দিনে রেমিট্যান্স ৩৪ কোটি ডলার


তিনি বলেন, গত এক মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে এক বিলিয়ন ডলারের সমপরিমাণ মুদ্রা কিনেছে, তবে তাতে দামের ওপর প্রভাব পড়েনি। বর্তমানে ডলার সংকট না থাকলেও টাকার সংকট রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, যদিও আগস্টে চালের দাম বৃদ্ধির কারণে কিছুটা বেড়েছে। তবুও তা ৫ শতাংশের নিচে নামানোর চেষ্টা চলছে।


খেলাপি ঋণ প্রসঙ্গে আহসান এইচ মনসুর জানান, জুনের প্রতিবেদনে খেলাপির হার ৩০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে রোববার থেকে সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে, যেখানে পাঁচটি ব্যাংক একীভূত করার পরিকল্পনা রয়েছে। আগামী এক-দুই বছরের মধ্যে এ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এএস