সবজির দাম চড়া, ভোগান্তিতে সাধারণ ক্রেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

গত তিন মাস ধরে বাজারে সব ধরনের সবজির দাম চড়া। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বর্তমানে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো উল্লেখযোগ্য সবজি নেই।
এ অবস্থায় বিক্রেতারা জানাচ্ছেন, আগের তুলনায় তাদের বিক্রি কমেছে। অন্যদিকে, অধিকাংশ ক্রেতাই এখন এক কেজির বদলে আধা কেজি করে সবজি কিনছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, ঢেঁড়স, পটল, মুলা, চিচিঙ্গা, ধন্দুল—এসব সবজি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুন কেজি 120 টাকা, লম্বা বেগুন 8০ টাকা, ঝিঙা ১০০ টাকা, শসা ৮০ টাকা, কাঁকরোল 7০ টাকা, গাজর ৮০ টাকা এবং মিষ্টি কুমড়াও ৮০ টাকা। টমেটোর দাম সবচেয়ে বেশি কেজি ১৪০ টাকা। কাঁচা মরিচের কেজি ২০০ টাকা। তবে আলু ২৫ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, কচু ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা দামে কিছুটা সস্তা পাওয়া যাচ্ছে। আর বরবটি ও করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশি ফেরত এলো
শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী জাহিদুল ইসলাম বলেন, অনেকদিন ধরেই সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি। ৮০ থেকে ১০০ টাকার নিচে বাজারে কিছুই নেই। আমাদের মতো সাধারণ ক্রেতাদের পক্ষে এত দামে সবজি কেনা কঠিন। আজ আমি সবকিছু আধা কেজি করে কিনেছি। অথচ এতদিন ধরে দাম বাড়তি থাকলেও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
মালিবাগ বাজারের বিক্রেতা ইদ্রিস আলী জানান, দাম বেশি থাকায় বিক্রিও কমে গেছে। আগে যেখানে একজন ক্রেতা এক কেজি কিনতেন, এখন আধা কেজি করে নিচ্ছেন। আগে দিনে এক আইটেমে ২০ কেজি বিক্রি হতো, এখন হয় ৫ কেজি। ফলে আমাদের ব্যবসাও আগের চেয়ে অনেকটা কম।
মগবাজারের আরেক বিক্রেতা হাবিবুর রহমান বলেন, আরও কিছুদিন দাম বেশি থাকবে। কারণ, এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ। নতুন সবজি বাজারে আসার আগে পর্যন্ত সরবরাহ কম থাকবে, আর চাহিদা বেশি থাকায় দামও স্বাভাবিকভাবে বেশি থাকবে।
এসএ/