আকুর বিল পরিশোধে নেমে এলো দেশের রিজার্ভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২২ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ আকুতে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার (১ হাজার ৫০৩ দশমিক ৫০ মিলিয়ন) পরিশোধ করা হয়েছে। এর ফলে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: লোকসানে থাকা ব্যাংকের কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতিতে রিজার্ভের পরিমাণ হয়েছে ২৫ হাজার ৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন ডলার।
এর আগে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাবকৃত রিজার্ভের পরিমাণ ছিল ২৬ হাজার ৪৫০ দশমিক শূন্য ৬ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: ভরা মৌসুমেও নেই ইলিশ, অলস সময় কাটাচ্ছে কমলনগরের আড়ৎদাররা
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।
এএস