রিজার্ভ বেড়ে ৩০.৬৫ বিলিয়ন ডলার, ৮ দিনে রেমিট্যান্স এসেছে ৮৮ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪০ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: আবারও ইতিহাস গড়ল সোনার দাম
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মানদণ্ডে হিসাব করলে এ সময় রিজার্ভের পরিমাণ হয় ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
এর আগে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাবে তা ছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। আইএমএফের নিয়মে নিট রিজার্ভ নির্ধারণ করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে।
আরও পড়ুন: চলতি বছর ৩৪ দফা বাড়ল সোনার দাম, ভরিতে ছুঁতে পারে ২ লাখ টাকা
এদিকে চলতি মাস সেপ্টেম্বরের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮৮ কোটি ১০ লাখ ডলার। গড়ে প্রতিদিন এসেছে প্রায় ১১ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৭৫ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।
আরিফ হোসেন খান জানান, শুধু ৮ সেপ্টেম্বরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫৭৮ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ২০ শতাংশ বেশি।
আরও পড়ুন: আকুর বিল পরিশোধে নেমে এলো দেশের রিজার্ভ
এর আগে আগস্ট মাসে দেশে এসেছিল ২৪২ কোটি ডলার এবং জুলাই মাসে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এএস