আবারও ইতিহাস গড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

দেশের বাজারে আবারও ইতিহাস গড়ল সোনার দাম। মাত্র একদিনের ব্যবধানে ভরিপ্রতি ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২২ ক্যারেট সোনার ভরি এখন দাঁড়ালো ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
আরও পড়ুন: চলতি বছর ৩৪ দফা বাড়ল সোনার দাম, ভরিতে ছুঁতে পারে ২ লাখ টাকা
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে।
এদিকে, স্বর্ণের এ উর্ধ্বগতির কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে চাপ তৈরি হলেও বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনীতি ও ডলারের অস্থিরতার প্রভাবেই সোনার দামে এই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
এএস