ঈদুল আযাহা'র শুভেচ্ছা জানিয়েছেন: আব্দুল হাকিম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩
শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থা জেলা সভাপতি, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম পবিত্র ঈদ - উল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীসহ সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আযহা উপলক্ষে এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
আব্দুল হাকিম বলেছেন, পবিত্র ঈদুল আযহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। পাশাপাশি সকলেই সরকার নির্দেশনা নির্ধারিত স্থানে কোরবানি দেয়া ও কোরবানির বর্জ্য অপসারণ যথাযথভাবে মেনে করতে সচেষ্ট থাকার আহ্বান জানান।
তিনি বলেছে, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য বলে এসব কথা বলেন।
আরএক্স/