বেচা-কেনায় ভাটা, দুশ্চিন্তায় গরু ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩
রাত পোহালেই কোরবানির ঈদ। এরই মধ্যে আজই কোরবানির পশু বিক্রির ধুম লাগার কথা থাকলেও সকাল থেকেই বৃষ্টির কারণে বিক্রিতে ভাটা পড়েছে বলে জানাচ্ছেন পশু ব্যবসায়ীরা। এ নিয়ে তাদের কপালে চিন্তার ভাঁজ। তবে বিকেলের পর থেকে ভাল দাম পাবেন বলে আশা করছেন তারা।
বুধবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলী পশু হাট ঘুরে দেখা গেছে ঝড়-বৃষ্টির কারণে হাটে ক্রেতা কম। অধিকাংশ বিক্রেতাই বসে বসে সময় পার করছেন।
চুয়াডাঙ্গা থেকে তিনটি গরু নিয়ে এসেছেন শেখ আলী। তিনি জানান, গতকালও মোটামুটি ক্রেতা ছিল বাজারে। কিন্তু আজ সকাল থেকে বৃষ্টির কারণে খুব একটা ক্রেতা নেই। বড়লোকদের কাছে গরু বিক্রি করে একটু লাভের আশায় আমরা ঢাকা আসি। কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে কেউ গরু কিনতে আসছে না।
আরও পড়ুন: পশুর হাটে বৃষ্টিতে ভোগান্তি চরমে, ক্রেতার মুখে হাসি
অন্য এক বিক্রেতা হাবিবুর রহমান জানান, যে গরুর দাম গতকালও আড়াই লাখ টাকা বলেছে আজ সেই গরুর দাম বলছে দুই লাখ টাকা। বছরের পর বছর কষ্ট করে খরচ করে গরু পুষেছি আর সেই কষ্টের দাম না হয় নাই পেলাম।
চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে এসেছেন রুস্তম আলী। গরুর নাম রেখেছেন বাহাদুর। প্রায় ২৫ মণ মাংস হবে বলে জানান তিনি। দাম চাইছেন সাড়ে আট লাখ টাকা। কিন্তু সর্বোচ্চ দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা।
তিনি বলেন, সাড়ে তিন বছর ধরে গরু পুষছি। সাড়ে তিন বছরে একটা গরুর তো আর কম খাওয়াতে হয়নি। সেই ছোট থেকে খাওয়াতে খাওয়াতে আজ এত বড় করতে হয়েছে।
জেবি/ আরএইচ/