ভোলায় ট্রলারডুবিতে ৫ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩


ভোলায় ট্রলারডুবিতে ৫ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।


শুক্রবার (৩০ জুন) মেঘনার দক্ষিণে সাগর মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সামরাজ মাছঘাটের ব্যবসায়ী মো. রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার


তিনি জানান, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ওই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরতে গিয়েছিল। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।


জেবি/ আরএইচ/