রাজধানীর সড়কে কাটেনি ছুটির আমেজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩
পবিত্র ঈদুল আজাহর ছুটি শেষ আজ খুলেছে সরকারি বেসরকারি অফিস। ইতোমধ্যে রাজধানী ফিরতে শুরু করেছেন কর্মজীবি মানুষেরা।
রবিবার (২ জুলাই) প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকে অফিসগামী মানুষজনের উপস্থিতি ছিল সড়কে। তারপরেও তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। যে কারণে রাজধানীর সড়কগুলোতে এখনো ছুটির আমেজ দেখা গেছে।
সকালে রাজধানীর বাংলামোটর, কারওয়ানবাজার, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১০ টায় সড়কে তেমন যানবাহনের উপস্থিতি ছিল না। বেলা বাড়ার সঙ্গে যানবাহন ও মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে।
তবে ফাঁকা ঢাকায় এখনো সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় মানুষের যাতায়াত বেশি। ঈদ আনন্দ উপভোগে মানুষজন এখনও অটোরিকশা ও রিকশায় চড়ছেন বেশি।
আরও পড়ুন: ঈদের ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা
বেসরকারি ব্যাংকে চাকরি করেন রিফাক হাবিব। অফিস খুলে যাওয়ায় শনিবার রাতে তিনি কুড়িগ্রাম থেকে ঢাকায় আসেন। তিনি জানান, গতকাল এসেছি ঢাকায় ঈদের ছুটি শেষ করে। আজ সকালে বের হয়েছি অফিসের উদ্দেশে। ঢাকার রাস্তাঘাট এখনো ফাঁকা। এটা ভালোই লাগছে যানজট নেই। তবে ভাড়া একটু বেড়েছে।
বিকাশ পরিবহনের চালক মঞ্জুর বলেন, রাস্তায় আসা যাওয়ায় একটুও জ্যাম নেই। তবে সমস্যা হলো যাত্রী নেই। ফাঁকা রাস্তা দিয়ে আমাদের কোনো আয় নেই, আমরা চাই যাত্রী। আশা করি দুয়েকদিনের মধ্যে সব মানুষ চলে আসবে।
শাহবাগে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্য কামাল হোসেন বলেন, এখনো ছুটির রেশ কাটেনি রাস্তা থেকে। আরও কয়েকদিন এ অবস্থা থাকবে। আগামী সপ্তাহের শুরু থেকে ঢাকা আগের রূপে ফিরবে।
জেবি/ আরএইচ