ঈদের ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩


ঈদের ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা
ছবিটি রাজধানীর মতিঝিল এলাকা থেকে তোলা

পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি আছে একদিন। মুসলমানদের অন্যতম ধর্মীয় এ উৎসবকে সামনে রেখে ইতমধ্যে ঢাকা ছেড়েছেন কর্মজীবী মানুষেরা।


আজ মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। ছুটি শুরু হওয়াতে দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি জমাচ্ছেন অনেকে। ফলে ঢাকার ব্যস্ততম সড়কগুলোতে এখন সুনসান নীরবতা। 


মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর আজিমপুর, পলাশী আবাসিক এলাকা ও ধানমন্ডি এলাকা ঘুরে এ চিত্র লক্ষ করা গেছে।


সরেজমিনে দেখা গেছে, রাজধানীর আজিমপুর এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ বাড়িগুলোতে বসবাসকারীরা ইতোমধ্যে ঈদ করতে গ্রামের বাড়িতে চলে গেছে। যারা আছে তারা ঢাকায় কোরবানি করবেন। কেউ আবার কোরবানি করে গ্রামের বাড়িতে যাবেন।


আজিমপুর কলোনীতে গিয়ে দেখা গেছে, কলোনীর ফ্লাটগুলো অধিকাংশই তালাবদ্ধ। যারাও ফ্লাটে অবস্থান করছেন। তারা ঢাকায় কোরবানি করবেন। সেখানে বসবাসকারীদের সাথে কথা বলে জানা গেছে, যেহেতু ছুটি শুরু হয়েছে সন্তানদের স্কুলও খুলে যাবে ঈদের পরপরই তাই তারা গ্রামে যাননি।


আরও পড়ুন: ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ


সারা নামের এক শিক্ষার্থী জানান, ঈদের পরই তাদের পরীক্ষা। তাই সে পড়াশুনা নিয়ে ব্যস্ত। পরীক্ষার কারণে তিনি গ্রামের বাড়িতে যাননি।


বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ব্যস্ত শহর ঢাকায় এক নীরবতা তৈরি হয়েছে। সড়কে অল্প সংখ্যক ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ নানা ধরনের পরিবহন চলাচল করছে। ঢাকার প্রধান সড়কগুলোতে যানজট না থাকায় দ্রুত গতিতে এসব পরিবহন চলাচল করতে দেখা গেছে।


ধানমন্ডিতে রাশেদ নামের এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা হলে তিনি জানান, বায়তুল মোকাররম শপিং কমপ্লেক্স থেকে খিলগাঁও এসেছি আমি। মনে হচ্ছে দুই তিন মিনিট সময় লাগছে। কোথাও জ্যাম নেই, সিগন্যাল নেই। ঢাকার বেশিরভাগ এলাকা এখন ফাঁকা।


তিনি জানান, ঈদের পর আরও দুই একদিন এমন পরিস্থিতি থাকবে।এ ফাঁকা শহরে গাড়ি চালিয়ে স্বস্তি পাওয়া যায়। অন্য সময় তো জ্যাম আর সিগন্যালে জীবন শেষ।


জেবি/ আরএইচ/