বন্ধুর বাড়ি থেকে টিকটকারের মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৬ পিএম, ২রা জুলাই ২০২৩


বন্ধুর বাড়ি থেকে টিকটকারের মরদেহ উদ্ধার
শাহাদাত হোসেন রাজ

ফেনীতে বন্ধুর বাড়ি থেকে শাহাদাত হোসেন (৩৫) নামে এক টিকটকারের মরদেহ  উদ্ধার করা হয়েছে। 


শনিবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন থেকে তার মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। 


নিহত শাহাদাত হোসেন রাজ চাঁদপুর জেলার হাইনচর উপজেলার মধ্যম চর নীল কমল গ্রামের প্রধান বাড়ির মহিউদ্দিন প্রদানের সন্তান।


আরও পড়ুন: টিকটকার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে


রাজুর বাবা মাইনুদ্দিন প্রধান জানান, তার ছেলে শাহাদাত হোসেন দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ কয়েকটি রোগো ভুগছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে সে গত সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তার শ্বশুর বাড়িতে যায়। দাম্পত্য জীবনে রাজু দুই সন্তানের জনক।


ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেন খান জানান, খবর পেয়ে রাজুর বাবা মরদেহ নেয়ার জন্য এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের দেয়া হবে। ময়নাতদন্তের পর কি কারণে রাজুর মৃত্যু হয়েছে তা বলা যাবে। 


জেবি/ আরএইচ/