টিকটকার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

ভুক্তভোগী তরুণীর বাড়িতে বেড়াতে যায় এ সময় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে স্বপন
বিজ্ঞাপন
ঢাকার ধামরাইয়ে এক টিকটকার তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই প্রেমিকের বিরুদ্ধে।
ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফিউল্লাহ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত স্বপন (২৪) রংপুরের বাসিন্দা।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী (২০) ও অভিযুক্ত স্বপন ধামরাই পৌর শহরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাকরির সুবাদে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে প্রেমিক স্বপন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভুক্তভোগী তরুণীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে স্বপন।
বিজ্ঞাপন
এদিকে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা স্বপনকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা পুলিশকে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। এ সময় ঘটনাস্থলে এসে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফিউল্লাহ শিকদার জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হবে। একই সঙ্গে ২২ ধারায় জবানবন্দির জন্য ভুক্তভোগীকে ঢাকার ধামরাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।








