টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফি (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বিজ্ঞাপন
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফি (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রবিবার (২ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ধোপাজানী গ্রামের বাবলু মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঈদ উপলক্ষে রাফি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলো।
বিজ্ঞাপন
ফেরার পথে ব্রাহ্মণ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় রাফিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরএক্স/








