বিএসএমএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


বিএসএমএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: বিএসএমএমইউ মিডিয়া সেল

সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২ জুলাই) সকাল ৯ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদুল আজহা পরবর্তী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ঈদুল আজহা হলো আত্মত্যাগের ঈদ। কিভাবে অন্যের উপকারে নিজেকে ত্যাগ করতে হয় তা শেখায় এই পবিত্র ঈদ। আমরা যার যার দায়িত্ব ঠিক মতো পালন করব। 


আরও পড়ুন: বিএসএমএমইউতে ৭৬৭ কোটি ২১ লাখ টাকার বাজেট অনুমোদন


তিনি বলেন, জাতির জনকের নামের এই বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্বসহকারে দেখেন। তিনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে উন্নতির দিকে এগিয়ে নিতে আমাদেরকে নিজেকে উজাড় করে দিতে হবে। 


উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, বাংলাদেশে মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রকল্প বায়স্তবায়িত করায় মাধ্যমে এটা প্রমাণিত সত্য যে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বাংলাদেশে বিশ্বে অবশ্যই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।


জেবি/ আরএইচ/