সালাম ফেরানোর পর যে দোয়া পড়বেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নামাজ সম্পন্ন
করার জন্য সালাম ফেরানো ওয়াজিব। সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সমাপ্ত করা হয়। জামাতে
নামাজের সময় ইমাম সাহেবের ডানে বামে সালাম ফেরানোর পর মুক্তাদি সালাম ফেরাবে। এটা সালাম
ফেরানোর নিয়ম।
সালাম ফেরানোর
পর অনেক দোয়া রয়েছে, যেগুলো পড়া সুন্নত। এখানে একটি দোয়া উল্লেখ করা হয়েছে। আয়েশা
(রা.) থেকে বর্ণিত আছে, নবী (সা.) নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া বলতেন। (মুসলিম,
হাদিস : ৫৯২; তিরমিজি, হাদিস : ২৯৮-২৯৯; আবু দাউদ, হাদিস : ১৫১২)
দোয়াটি হলো
(আরবি)-
اللهُمَّ أَنْتَ
السَّلَامُ وَمِنْكَ
السَّلَامُ، تَبَارَكْتَ
ذَا الْجَلَالِ
وَالْإِكْرَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা
আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।
অর্থ : হে আল্লাহ!
তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির
অধিকারী।
জি আই/