মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩০ মেধাবী শিক্ষার্থী
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩
রংপুরের মিঠাপুকুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিসংখান অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘ট্যাব’ তুলে দেন মিঠাপুকুর -৫ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।
আরও পড়ুন: বাউফলে ৩২৪ শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
উপজেলার ৫ টি বিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। শেষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেবি/ আরএইচ/