ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি
ফাইল ছবি

দেশে একদিনে (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়ালো ১ হাজার ৫৩১ জনে।


সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫০৯


এতে বলা হয়, বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৬০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ হাজার ৫৮৯ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ১৭ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন।


আরও পড়ুন: দেশে একদিনে আরও ৩৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত নয় হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৬৫৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৫৩৮ জন।


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ৬ মৃত্যু হয়েছে, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ২, মে মাসে ২, জুনে ৩৪ এবং চলতি জুলাইয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।


জেবি/এসবি