ব্রেইন টিউমারে আক্রান্ত খন্দকার মোশাররফ, চিকিৎসা চলছে সিঙ্গাপুরে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৮ পিএম, ৩রা জুলাই ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেনের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালে। সেখান পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ব্রেইন টিউমার ধরা পড়েছে বলে জানা গেছে।
সোমবার (৩ জুলাই) বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার জানিয়েছেন, নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন- খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। যার জন্য তাকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে।
আরও পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে
তিনি আরও জানান, খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথিসিয়ার ঝুঁকি থাকার কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই চিকিৎসার জন্য খন্দকার মোশাররফকে সিঙ্গাপুর নেওয়া হয়। দেশে এক সপ্তাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন

সংসদ ভবন এলাকায় আ. লীগের মিছিল, নেতা আটক

‘জয়’ বলে দেড় মাইল পরে ‘বাংলা’ উচ্চারণ করে আ. লীগ: সালাহউদ্দিন
