তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কেয়ারটেকারের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কেয়ারটেকারের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফাইজু (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি ওই বাসার কেয়ারটেকারের চাকরি করতেন।


সোমবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হওয়ার পর দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


জানা গেছে, মৃত ফাইজুরের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. মানিক জানান, ‘আমি পানির লাইনের কাজ করি। বাসায় পানির লাইনে সমস্যা হওয়ায় কাজ করতে আসি। কাজ শেষে ফাইজু মোটরের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই মো. মাসুদ মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।


জেবি/ আরএইচ/