ভোমরা বন্দর দিয়ে ২ দিনে ১২০ টন কাঁচা মরিচ আমদানি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩
ভারত থেকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ২ দিনে ১২টি ট্র্রাক যোগে বাংলাদেশে প্রবেশ করলো ভারতীয় কাঁচা মরিচ। ঈদুল আজহা উপলক্ষে টানা ৫দিন বন্ধ থাকার পর ছুটি শেষে গত রোববার ও সোমবার এই দুই দিনে কাঁচা মরিচ এসেছে ১২০ টন কাঁচা মরিচ। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
রবিবার প্রথম দিনের প্রথম চালানে ৭টি ট্রাক যোগে ট্রাক প্রতি ১০ টন করে মোট ৭০ টন কাঁচা মরিচ ভোমরা বন্দরে প্রবেশ করে।
পরে সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও ৫টি কাঁচা মরিচ ভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করে। এ নিয়ে দুইদিনে মোট ১২টি ট্রাক যোগে ১২০ টন কাঁচা মরিচ সাতক্ষীরার ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এতে করে মুহূর্তের মধ্যে কাঁচা মরিচের দাম সাতক্ষীরাসহ বিভিন্ন জেলাতে এক লাফে ৬০০ টাকা থেকে ২৫০ টাকায় নেমে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: আমদানির পরদিন কাঁচা মরিচের কেজি ২০০ টাকা
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি নওশাদ দিলয়ার রাজু জানান, রবিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১২টি কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করেছে। এতে দাম কমে গেছে। তবে দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন, সোমবার সকাল থেকে ৫টি কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করেছে। এতে গতকাল (রোববার) থেকে এখন পর্যন্ত (বিকেল ৫টা) মোট ১২ ট্রাক কাঁচা মরিচ ভারত থেকে এ বন্দরে প্রবেশ করেছে।
জেবি/ আরএইচ/