ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিলেন নূরুন নাহার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিলেন নূরুন নাহার
নূরুন নাহার

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নূরুন নাহার যোগদান করেছেন। রবিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই পদে যোগ দেন তিনি।


এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে যোগদানের তারিখ হতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নূরুন নাহারকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।


আরও পড়ুন: ১২ কেজি এলপি গ্যাস ৭৫ টাকা কমে ৯৯৯


ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্তির আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। চাকরি জীবনে নূরুন নাহার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, পূর্বতন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগ ও ব্যাংক পরিদর্শন বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।


আরও পড়ুন: ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এলো জুনে


১৯৮৪ সালে বিএসসি এবং ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন নূরুন নাহার ।তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে নূরুন নাহার ভারত, সুইডেন, মালয়েশিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, নেপাল, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া ও স্লোভাকিয়া সফর করেন।


নূরুন নাহার ১৯৬৫ সালে ঢাকা জেলার ধামরাই থানার বালিয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী।


জেবি/এসবি